×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • চিনের সঙ্গে কী হচ্ছে?

    4thPillars ব্যুরো | 17-06-2020

    চিন সীমান্তে উত্তাপ বাড়ছিল বহু দিন ধরে। মানুষের হাজারো প্রশ্ন, সরকার নিরুত্তর ছবি। বিদেশ ও প্রতিরক্ষার মধ্যে দলীয় রাজনীতি আনার ফলেই স্বচ্ছতার অভাব। মানুষের আস্থা শুধু বুক বাজিয়ে কথার ফুলঝুরিতে আসবে না।

     


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    2020-র বিহার বিধানসভ ভোটের শিক্ষার দিকে নজর থাকবে আগামী দিনেও।

    গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে একটি উপাসনাস্থল ভেঙে ফেলার অপরাধের বিচার ভারতের ইতিহাস করবে?

    সমসাময়িক বাংলা ভাষার অগ্রণী কবি ও প্রাবন্ধিক সুমন গুণের জন্ম কলকাতায়। .

    শুক্রবার আলোচনার পঞ্চম দিনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, অধ্যাপক অভিরূপ সরকার।

    লকডাউন-এর এই নতুন অধ্যায়ে ‘অবরোধের ডায়েরি’ লিখলেন যশোধরা রায়চৌধুরী

    বাংলার ভোটাররা যদি এ রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনেন তাহলে সেটা একপ্রকার "খাল কেটে কুমির আনা" হবে।

    চিনের সঙ্গে কী হচ্ছে?-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested