×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • শীত পড়েছে তাই...

    অয়ন্তিকা দত্ত মজুমদার | 24-12-2019

    খদ্দেরের আশায়। তবে বাধ সেধেছে ঠান্ডা। ছবি: অয়ন্তিকা দত্ত মজুমদার

    পড়ন্ত বেলায় ইতিউতি চাউনি। যদি কেউ ভুল করেও ডাবের জলের খোঁজে আসেন। কিন্তু না। সম্ভার সাজিয়ে বসেও খদ্দের পেলেন না বৃদ্ধ ডাবওয়ালা। একই সঙ্গে পুরনো ফ্লেক্সের একটি অংশ দিয়ে সাজানো দোকানে একটি নির্দিষ্ট দিক থেকে তাকালে, মানেটাই যায় বদলে। তেমনই আলাদা দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখলেন অয়ন্তিকা দত্ত মজুমদার। ছবিও তাঁরই তোলা।


    অয়ন্তিকা দত্ত মজুমদার - এর অন্যান্য লেখা


    ১৯৮৬ সালে গিরিডিতে দেশের বাড়ি ছেড়ে পালিয়ে আসেন কলকাতায়। এরপরেই অটোর মাথায় বাগান বানানোর সিদ্ধান্ত।

    একটানা এতদিন ঘরে কাটাইনি বহুদিন। তবু বাড়িতে থাকবো, আপনারাও তাই করুন।

    NCB-এর সমন পাঠানোর তালিকায় প্রথম পাঁচ-ছয়জনের মধ্যে কোনও অভিনেতা নেই!

    অনেকের কাছেই সোশাল মিডিয়া বেদ বাইবেল কোরানের তুল্য

    এই মানুষগুলোর খাদ্যের ব্যবস্থাও কিন্তু রাষ্ট্রকেই করতে হবে

    নিজের মধ্যে কোনও অস্বাভাবিকতা নজরে এলে সঙ্গে সঙ্গে সাহায্য নিন মনোরোগ বিশেষজ্ঞের।

    শীত পড়েছে তাই...-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested