×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বিনোদনেও ফেক নিউজ!

    অয়ন্তিকা দত্ত মজুমদার | 08-07-2020

    সোশাল মিডিয়ার যুগে প্রত্যেক মানুষই কম বেশি ট্রেন্ড’-এ গা ভাসাতে পছন্দ করেন। কোথাও কোনও তথ্য পেলে সেটার সত্যতা যাচাই না করেই শেয়ার করাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। বেশ কিছু স্বনামধন্য নিউজ হাউজও এই কাজে নাম লিখিয়েছে, বলাই বাহুল্য এর ফল খুব সুখকর হয়নি।

     

    গত 14 জুন আত্মহত্যা করেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর থেকেই প্রতিবাদের ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। ভিন্নজনের ভিন্ন মত। সকলেই সুর তুলেছেন নেপোটিজম এবং ফেভারিটিজম-এর বিরুদ্ধে। বিভিন্ন বিখ্যাত অভিনেতা-পরিচালক-প্রযোজকদের বয়কট করার ডাক উঠেছে। এরই মধ্যে সোশাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় দিন কয়েক আগে। সেখানে দাবি করা হয়, সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ধারাবাহিক পবিত্র রিশ্‌তাজ়ি-টিভি তার ইউটিউব চ্যানেল থেকে মুছে দিয়েছে। শুধু তাই নয়, সুশান্তের অন্যতম বিখ্যাত সিনেমা, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে।

     

    আসলে কী হয়েছে জানার জন্য সঙ্গে সঙ্গে ইউটিউবে জ়ি-টিভির চ্যানেল খুঁজে দেখা হয়। এটা ঠিক যে বেশ কয়েক বছর আগে আপলোড করা পবিত্র রিশ্‌তা’-র সম্পূর্ণ এপিসোড, লিস্ট করে আর পাওয়া যাচ্ছে না। তবে সেই সঙ্গে জ়ি-এর ওটিটি প্ল্যাটফর্ম জ়ি-ফাইভে একসঙ্গে পবিত্র রিশ্‌তা’-র সবকটি এপিসোড আপলোড করা হয়েছে। শোনা যাচ্ছে, মূলত অভিনেতার অকাল মৃত্যুর পর এই ধারাবাহিক আবার নতুন করে দেখতে ইউটিউবে ভিড় জমান দর্শকরা। তাই সেগুলোকে একত্রে নিজেদের ওয়েবসাইটে পাবলিশ করেছে জ়ি। সিরিয়ালের অন্যতম অভিনেত্রী আশা নেগি-ও, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ফ্যানেদের জানান যে, ‘পবিত্র রিশ্‌তাএখন জ়ি-ফাইভে দেখা যাবে।

     

    এ তো গেল রটনার প্রথম অংশ। এরপর আসি জনপ্রিয় সিনেমা এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র কথায়। দাবি করা হয়, বিখ্যাত ওয়েব প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম থেকে এই সিনেমা সরিয়ে নেওয়া হয়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন যে, সুশান্ত সিং রাজপুতের নাম মুছে ফেলার চেষ্টা চলছে। বড় বড় মানুষের হাত আছে এর পিছনে। আদতে এই সিনেমাটি কোনওদিন অ্যামাজন প্রাইমের ক্যাটালগে ছিলই না। এই সিনেমাটি প্রথম থেকেই ডিজনি প্লাস হটস্টারেই দেখা যেত। ছবিটির অন্যতম প্রযোজকও ফক্স স্টার স্টুডিওজ। অ্যামাজন প্রাইমের এক মুখপাত্র ব্যাপারটি পরিষ্কার করে দিয়ে জানান যে, এই ছবিটি তাদের প্ল্যাটফর্মে কখনওই ছিল না, ফলে সরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

     

    এছাড়াও সুশান্তের জীবনাবসানের সপ্তাহখানেকের মধ্যেই খবর ছড়ায়, তাঁর প্রিয় পোষ্য ফাজ’-ও নাকি দেহ রেখেছে। মালিকের অনুপস্থিতি সে সহ্য করতে না পেরে মারা গেছে। একটা ইমোশনাল ছবি, কিছু চোখে জল আনা কথা লিখে পোস্ট করে দিলেই, ব্যাস! সক্কলে শেয়ার করতে থাকে। তবে আসলে এমন কিছুই ঘটেনি। পুরোটাই গুজব। গোটাটাই সোশাল মিডিয়ার ভেল্কি!

     

    কথায় বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী। এক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তাই-ই। আমরা www.4thPillars.com -এ এর আগেও বহুবার বহুক্ষেত্রে সোশাল মিডিয়ায় রটিয়ে দেওয়া ভুয়ো খবর এবং সেগুলির ফ্যাক্ট চেক করে বিভিন্ন আর্টিকল দেখিয়েছিলাম আপনাদের। আবারও জানাচ্ছি, দেখাচ্ছি, সোশাল মিডিয়ায় রটে যাওয়া সমস্ত খবর সত্যি হয়না। সেগুলির সত্যতা যাচাই করুন, তারপর নিজে একশো শতাংশ নিশ্চিত হয়ে তবে সেটা শেয়ার করুন। সোশাল মিডিয়া ব্রেকিং নিউজ দেওয়ার উপযুক্ত স্থান নয়।

     


    অয়ন্তিকা দত্ত মজুমদার - এর অন্যান্য লেখা


    অনেকের কাছেই সোশাল মিডিয়া বেদ বাইবেল কোরানের তুল্য

    সাহায্যের হাত বাড়িয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা, তবে দূর থেকে।

    এক সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের মতে, এই অ্যাপ ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    নিজেদের দোষ ঢাকতে বারংবার সমীক্ষার ফলাফল চেপে দিতে চাইছে সরকার

    বিজেপি সরকার প্রথম থেকেই ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে উদ্যত। সেখানে জম্মু ও কাশ্মীর মুসলিম রাজ্য

    তাস নিয়েই জব্বর কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আলিপুরদুয়ার জংশনের শুভ্রনীল মিত্র।

    বিনোদনেও ফেক নিউজ!-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested