×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বাংলায় ভোট পর্ব 14 নন্দীগ্রাম

    4thpillars ব্যুরো | 01-04-2021

    বাংলায় ভোট পর্ব 14 নন্দীগ্রাম, সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, শুভাশিস মৈত্র

    এবারের ভোটে সারা দেশের নজর বাংলায়, আর বাংলার মধ্যে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে ভোটের আগে ধর্ষণ, ভীতি প্রদর্শন, হুমকির অজস্র অভিযোগ। এই বিষয়ে www.4thpillars.com গত 31 মার্চ (বুধবার) একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, ও শুভাশিস মৈত্র। Elections 2021 All eyes on Bengal and in Bngal Nandigram is the focus of attention.

     

     

    1) এত রাজনৈতিক হিংসা, রাজনৈতিক হত্যা আর অন্য কোনও রাজ্যের নির্বাচনে হয় না। বর্তমানে রাজনৈতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা নন্দীগ্রাম থেকেও রাজনৈতিক হিংসার নানা খবর আসছে।

     

    2) নন্দীগ্রামে যদি বিজেপি জেতে তাহলে তারা বাংলা দখল করার স্বপ্নের দিকে অনেকটাই এগিয়ে যাবে।

     

    3) প্রলোভনের রাজনীতি অন্যান্য রাজ্যের তুলনায় হয়তো এখানে কম। তবে এখানেও নগদ অর্থ দিয়ে কিংবা কোনও সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে, এমনকি ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা চলছে।

     

    4) আগের বিজেপির সঙ্গে বর্তমান বিজেপির কোনও মিলই নেই। বর্তমান বিজেপি সমস্ত নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তাদের এখন একটাই লক্ষ্য, যে কোনও উপায়ে ক্ষমতা দখল করা। 

     

    5) বাঙালিদের মধ্যে বরাবরই একটা অংশ প্রগতিশীল, আর একটা অংশ রক্ষণশীল। এখানে প্রগতিশীলতা বলতে বৃহত্তর অর্থের সাম্যের কথা বলা যেতে পারে। এখন মনে হচ্ছে, এই পুরনো রক্ষণশীল অংশটাই বিজেপির সঙ্গে নিজেদের একাত্ম করছেন।

     

    6) নন্দীগ্রামের লড়াইকে খুব বৃহত্তর প্রেক্ষিতে পর্যালোচনা করলে বলতে হয়, এটা বাঙালির প্রগতিশীলতা এবং অস্তিত্ব রক্ষার লড়াই। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলে, বিজেপি মনস্তাত্ত্বিক লড়াইতে অনেকটাই এগিয়ে যাবে।

     

    7) ভোটের জন্য শুধুই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আসছে না। আসছে উত্তর প্রদেশ থেকে বাছাই করা পুলিশ বাহিনী এবং পিএসসি, যারা দাঙ্গা বাঁধানোর জন্য বিখ্যাত।

     


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও রক্তাক্ত নির্বাচন। কোথায় গেল নির্ভয়ে ভোট দানের ব্যবস্থা?

    বাঙালির যে নবজাগরণ সমৃদ্ধ মানসিকতা, তার অন্যতম উদাহরণ ছিলেন সৌমিত্রবাবু নিজে।

    কেন্দ্রীয় সরকারের একটার পর একটা সিদ্ধান্তে সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।

    ভ্যাকসিনের ভাল খারাপ সম্পর্কিত তথ্য হাতে না এলে সাধারণ মানুষের মনে ভ্যাকসিন নিয়ে ভয় কাটবে না।

    আইনজীবীরা মুখ খুললে বিচারপতিদের সমস্যা হতে পারে কি?

    একদিকে কোভিড, অন্যদিকে নির্বাচন, দু'য়ের মাঝে অসহায় মানুষ।

    বাংলায় ভোট পর্ব 14 নন্দীগ্রাম-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested