×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • পেগাসাসের ফাঁস

    4thPillar WeThePeople | 03-02-2022

    সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, গৌতম লাহিড়ী ও শিখা মুখার্জি।

    নিউইয়র্ক টাইমস-এর খবরে ফাঁস হয় সরকারের মিথ্যা ভাষণ। বিদেশি শত্রু নয়, দেশের সমালোচনার স্বর বন্ধ করার জন্যই পেগাসাস কিনেছিল মোদী সরকার। সংসদ এবং সুপ্রিম কোর্টে এ যাবৎ তথ্য গোপন করেছে সরকার। এবার জবাবদিহির দায় নরেন্দ্র মোদীর। এ নিয়ে সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, গৌতম লাহিড়ী ও শিখা মুখার্জি।

     

     

    1. ভারত সরকার 2017 সালে পেগাসাস সফ্টওয়্যার কিনেছিল নিজের দেশের মানুষের উপর নজরদারির জন্য। মূলত যাঁরা সরকারকে প্রশ্ন করেন তাঁদের উপর নজরদারি করার জন্যই এই সফ্টওয়্যারের ব্যবহার করে সরকার।

    2.এই বিষয়টিকে বিরোধী রাজনৈতিক দলগুলি কীভাবে ব্যবহার করবে? এবং দেশের নাগরিকরা এই বিষয়টিকে কীভাবে নেবেন সেটাই দেখার।

    3.আমাদের দেশের সাধারণ নাগরিক নিজেদের দৈনন্দিন জীবনে এত বেশি বিধ্বস্ত যে তাঁরা হয়তো এই বিষয়টির দিকে সেভাবে নজরই দিতে পারবে না। অর্থাৎ পেগাসাস বস্তুটি আম জনতার সামনে কতটা উঠে আসবে এবং আদৌও আসবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে।

    4. নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর সরকারের তরফ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনও বক্তব্য পেশ করা হয়নি।

    5.যেহেতু পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে তাই বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে পেগাসাসের থেকে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। যেমন কৃষিবিল প্রত্যাহার, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কোভিড ইত্যাদি। বিরোধী দলগুলি নির্বাচনে এগুলোর উপর বেশি জোড় দেবে।

    6.দেশের মানুষকে জাগ্ৰত করতে রাজনৈতিক দলের যে প্রচার দরকার হয়, সেই প্রচার এখন আর দেখা যায় না।

    7.পেগাসাস যেই কাজটি করে তা মূলত হ্যাকিং এর কাজ। সার্ভেলেন্সের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। হ্যাকিং একটি বেআইনি কাজ। আর বিরোধী রাজনৈতিক দল এই বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরছে না।

    8.ডিফেন্স বাজেট সম্পর্কে আমরা কিছু জানতে পারি না কারণ সেটা সম্পূর্ণ গোপনীয় এবং এই গোপনীয়তার সুযোগেই সরকার পেগাসাসের মতন সফ্টওয়্যার কিনে ব্যবহার করতে পারে।

    9. নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2 বিলিয়ন অর্থের বিনিময়ে সরকার ইজরায়েলের একটি সংস্থার কাছ থেকে পেগাসাস সফ্টওয়্যার কিনেছিল। এবার এই বিষয়টি সুপ্রিম কোর্ট কীভাবে নেবে সেটাই দেখার। এই দিক থেকে দেখলে বলা যায় বিষয়টি নির্বাচনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

    10. সরকার পেগাসাস সফ্টওয়্যার দেশের মানুষের উপর ব্যবহার করেছিল কিনা এবং যদি ব্যবহার করে থাকে তবে মিথ্যে বলেছিল কিনা। এই প্রশ্নগুলো সম্পূর্ণ আইনগত ও নীতিগত।

    11. পশ্চিমবঙ্গ সরকার পেগাসাসের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এই কমিটি বন্ধ হয়ে যায়। সুপ্রিম কোর্ট বিচারের দায় নিজের উপর নিয়ে নিয়েছেন।


    4thPillar WeThePeople - এর অন্যান্য লেখা


    রাজনীতিতে বিরামহীন দলবদল যেন বহুজাতিক সংস্থায় সুযোগ বুঝে চাকরি বদলোনোর মতোই একটা ব্যাপার হয়ে উঠছে।

    সব বিষয়েই ফেল করা সরকার শুধু প্রচারের নিনাদে প্রথম!

    মা নিজেই নিয়েছে সন্তানের সব দায়িত্ব। তবুও তার পিতৃত্ব নিয়ে চর্চার শেষ নেই।

    আপনাদের যা কিছু প্রশ্ন, সরাসরি উত্তর, যা কিছু মতামত খোলাখুলি আলোচনা, সঙ্গে সুদীপ্ত সেনগুপ্ত‌।

    কেন্দ্রীয় শাসকের প্ররোচনায় সোশাল মিডিয়ায় দেশপ্রেম এখন শত্রুদেশের বিরুদ্ধে যুদ্ধের বীরগাথা।

    সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে দেশের মিডিয়া সবকিছুকে দেখে!

    পেগাসাসের ফাঁস-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested