×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • পেগাসাস: মিথ্যা বই সত্য বলিব না

    4thPillar WeThePeople | 15-09-2021

    সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে এই আলোচনায় সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়, শিখা মুখার্জি এবং আইনজীবী অরুণাংশু চক্রবর্তী।

    শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বারবার হুঁশিয়ারি দিচ্ছেন সরকারকে, জানতে চাইছেন পেগাসাস কাণ্ডে নাগরিকের মৌলিক অধিকার ভঙ্গ হয়েছে কিনা? মোদী সরকার জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে বারবার এড়িয়ে যাচ্ছে। সন্দেহ হচ্ছে, সরকারের অবস্থান হল, কিছুতেই সত্যি কথাটা বলা যাবে না! এই নিয়েই 4thpillarwethepeople.com গত সেপ্টেম্বর (মঙ্গলবার) একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে এই আলোচনায় সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়, শিখা মুখার্জি এবং আইনজীবী অরুণাংশু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

     


    4thPillar WeThePeople - এর অন্যান্য লেখা


    প্রায় দেড় বছর পর খুলতে চলেছে স্কুল। হাতে আর মাত্র দু'টো সপ্তাহ। স্কুলগুলো কতটা তৈরি?

    জাতীয় সম্পদ ব্যবহার করে অর্থ জোগাড়ের চেষ্টা করছে মোদী সরকার। কাদের হাতে যাবে বিপুল সম্পদ?

    তৃণমূলের দিল্লি দখলের স্বপ্ন সফল হ‌ওয়ার সম্ভাবনা কতটা?

    আফগান মুলুকে তালিবান ইন, আমেরিকা আউট। অদূর ভবিষ্যতে কী হতে চলেছে সেখানে?

    কারা যেন ভালবেসে আড়ি পেতে, সরকারের খুব সুবিধা করে দিয়েছে!

    আজকের উপাচার্যের আমলে বিশ্বভারতী কি ক্রমশ বাংলা ও বাঙালির লজ্জায় পরিণত হচ্ছে?

    পেগাসাস: মিথ্যা বই সত্য বলিব না-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested