রাজ্য সরকার অনুমতি দিয়েছে আজ থেকে যানবাহন - রেস্তোরাঁ - বেসরকারি অফিস ইত্যাদি খুলে দেওয়ার। এদিকে রাজ্যে সংক্রমণের হার বেড়েই চলেছে পুরোদমে। এই অবস্থায় কতটা সচেতন শহরবাসী? সোমবারের কলকাতা কেমন ছিল?
শ্বেতাঙ্গ পুলিশের হাতে প্রকাশ্যে খুন কৃষ্ণাঙ্গ। ন্যায়বিচারের দাবিতে পথে নেমে এসেছে গোটা দেশ।
বর্তমানে তিনি একজন পেশাদার লেখক, লেখালিখি নিয়েই থাকেন। তাঁর চারটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
চেতনাকে যেন শান দিয়ে গেছে জীবনের বিনিময়ে
কৃষি আইন প্রণয়নের সময়ে সংসদে জনপ্রতিনিধিদের কথা শোনেনি সরকার। এবার কি সরাসরি জনতার কথা শুনতে হবে?
শিব ঠাকুরের আপন দেশে বাস করছি আমরা?
এখন লোক দেখানো বদলি, প্রশাসনিক ব্যবস্থা। চরম গাফিলতির জন্যই লকডাউনের উদ্দেশ্য ব্যর্থ হতে বসেছে।