বিশ্বজুড়ে লকডাউন। সকলেই ঘরবন্দি। কিন্তু যাঁরা সারা বছর অনুষ্ঠান, শুটিং আর নিজেদের সৃষ্টি নিয়ে মেতে থাকেন, কেমন কাটছে সেই সেলিব্রিটিদের রোজনামচা? আসুন দেখে নেওয়া যাক। আজ দ্বিতীয় পর্বে গায়ক শুভজিতের দুবাইয়ের বাড়ির অন্দরে চোখ রাখব আমরা।
পশ্চিমবঙ্গে রোজই বাড়ছে কোভিড রোগীর সংখ্যা
কেন্দ্রীয় সরকারের একটার পর একটা সিদ্ধান্তে সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, তারপরেও প্রধানমন্ত্রী কীভাবে রাজ্যের আধিকারিকদের নির্দেশ দিতে পারেন?
বিদ্বেষ আর হিংসার রাজনীতির বিরুদ্ধে একটা সাদা রুমাল নিয়েও তাদের কেউ পথে নামেনি।
নগদ ত্রাণের কালচার এখনও রপ্ত হয়নি আমাদের!
কৃষি আইন প্রণয়নের সময়ে সংসদে জনপ্রতিনিধিদের কথা শোনেনি সরকার। এবার কি সরাসরি জনতার কথা শুনতে হবে?