বিশ্বজুড়ে লকডাউন। সকলেই ঘরবন্দি। কিন্তু যাঁরা সারা বছর অনুষ্ঠান, শুটিং আর নিজেদের সৃষ্টি নিয়ে মেতে থাকেন, কেমন কাটছে সেই সেলিব্রিটিদের রোজনামচা? আসুন দেখে নেওয়া যাক। আজ তৃতীয় পর্বে গায়িকা সারণির বাড়ির অন্দরে চোখ রাখব আমরা।
আমাদের শাসক কি পুরোই অন্ধ? প্রধানমন্ত্রীর এই চমকদারির মূল্য সাধারণ মানুষকে চোকাতে হবে না তো?
এ ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত ছিল।
আজ নবম পর্বে গায়ক দুর্নিবার সাহা-র মুখেই শুনুন তাঁর গৃহবন্দি জীবনের কথা।
তৃতীয় শ্রেণীতে পড়ার সময়ে কবির লেখালিখির শুরু। ‘আলোর ফুলকি’-তে প্রথম ছড়া প্রকাশ পায়।
কোভিডের টিকা নিয়ে বিভ্রান্তি চরমে। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পিছিয়ে দেওয়া কি সত্যিই বিজ্ঞানসম্মত?
অনেকেই মনে করেন মানব সভ্যতার প্রথম সাহিত্য: গিল্গামেশ-কাব্য