×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • Ray Revisited - সত্যজিৎ রায়কে TRAP-এর বিশেষ শ্রদ্ধাঞ্জলি

    4thPillars ব্যুরো | 01-05-2020

    সত্যজিৎ রায়কে শ্রদ্ধাঞ্জলি

    ভারতীয় শিল্প-সাহিত্যের গর্ব সত্যজিৎ রায়। কালজয়ী এই শিল্পীর জন্মদিনে এক্সপেরিমেন্টাল মিউজিকের মাধ্যমে শ্রদ্ধা জানাল শহর কলকাতারই একটি ব্যান্ড TRAP - The Radical Array Project. ইতিমধ্যেই গান-বাজনা নিয়ে এঁদের পরীক্ষানিরীক্ষা বেশ সাড়া ফেলেছে। শুধু কলকাতা নয়, গোটা দেশেই বেশ জনপ্রিয়তা পাচ্ছে TRAP-এর সৃষ্টি। পরীক্ষামূলক গান-বাজনা বা শিল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্যই মূলত এই ব্যান্ডের সৃষ্টি। এঁদের মূল আকর্ষণ বেহালার সুচারু ব্যবহার।

     

     

    ব্যান্ডের সদস্যরা হলেন - ভায়োলিনে ভাস্বর সেন, ড্রামসে সুয়ঞ্জীত দত্ত, কণ্ঠে অরিজিৎ পাল, কিবোর্ডে অনুপম পাইন, বেস গিটারে স্বপ্নাভ রায়, গিটারে দর্প দাস। এই ছয়জন স্টেজে সকলের সামনে থাকেন। এঁরা ছাড়াও একটা বড় টিম স্টেজের পিছনে নিরন্তর কাজ করে যান। এঁদের কঠোর পরিশ্রম আপনারাও উপভোগ করবেন, এই ভিডিওতে।

     

     


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    লুপ্ত দুই হাতের বয়ান

    আসন্ন বিধানসভা ভোটের টিকিট না পেলেই দল বদলের হিড়িক দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে।

    শুক্রবার আলোচনার পঞ্চম দিনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, অধ্যাপক অভিরূপ সরকার।

    কৃষি আইন প্রণয়নের সময়ে সংসদে জনপ্রতিনিধিদের কথা শোনেনি সরকার। এবার কি সরাসরি জনতার কথা শুনতে হবে? 

    জীবনে অন্য ক্ষেত্রে, অন্য পরিচয়ে সফল, প্রতিষ্ঠিত হলেই কি রাজনীতিতে আসা যায়?

    ভারতীয় গণতন্ত্রেও চলছে নিউ নর্মাল ব্যবস্থা।

    Ray Revisited - সত্যজিৎ রায়কে TRAP-এর বিশেষ শ্রদ্ধাঞ্জলি-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested