প্রলয়
পুরন্দর ভাট
কোথা সে সিনেমা হল
কোথা সে শপিং মল
চিরিদিকে ঘোলা জল
করিতেছে খলবল
কেন যে জাগালে মোরে
বেশ ছিনু ক্রায়ো-ঘোরে
ঢের ভালো ছিল সেই দীর্ঘ তিমির
এ কোথায় আমি হায়
ভয়ে বুঝি প্রাণ যায়
এই বুঝি খ্যাঁক করি ধরিল কুমির
(নবারুণ ভট্টাচার্যকে সশ্রদ্ধ প্রণাম)
এ বছর ভোটে ধর্মীয় বিভাজনের সঙ্গে সঙ্গেই ভাষাভিত্তিক এবং লিঙ্গভিত্তিক বিভাজনেরও সাক্ষী থাকছে বাংলা।
বাংলার মানুষ কি এই নিম্ন-মধ্যবিত্ত ঘরের শিক্ষিত, সৎ, তরুণ রাজনীতিকদের আইনসভায় পাঠাবেন?
যা সংখ্যাগুরু তাই ঠিক, বাকিটা ভুল, এমনটা যে নয় তা ক্যাডবেরি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
লকডাউন-এর এই নতুন অধ্যায়ে ‘অবরোধের ডায়েরি’ লিখলেন যশোধরা রায়চৌধুরী
বিশ্বব্যাপী মহামারীর থেকে ধর্মীয় উৎসব পালন কি বেশি জরুরি?
Covid-19 নিয়ে আলোচনায় ডা: কৌশিক মজুমদার