মাত্র চার ঘণ্টার নোটিসে লকডাউন। এরপর ঘনঘন টিভিতে আগমন এবং দেশবাসীর জন্য হোম টাস্ক! এবার সত্যিকারের পরীক্ষার সময়ে বেপাত্তা হেডমাস্টার! যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ নরেন্দ্র মোদীর সরকার।
জীবনে অন্য ক্ষেত্রে, অন্য পরিচয়ে সফল, প্রতিষ্ঠিত হলেই কি রাজনীতিতে আসা যায়?
2020-র বিহার বিধানসভ ভোটের শিক্ষার দিকে নজর থাকবে আগামী দিনেও।
প্যালেস্টাইনে হিংসা বন্ধ করতে আলোচনার আহ্বান ইজরায়েলের মেধাজীবীদের।
এ বছর ভোটে ধর্মীয় বিভাজনের সঙ্গে সঙ্গেই ভাষাভিত্তিক এবং লিঙ্গভিত্তিক বিভাজনেরও সাক্ষী থাকছে বাংলা।
সুপ্রিম কোর্টও বলছে বাবরি মসজিদ ভাঙা একটা গুরুতর অপরাধ। অপরাধ হল অথচ অপরাধীর শাস্তি হবে না?
নেতাদের কিনে খেতে হয় না বলে এই নিয়ে কেউ ভাববে না?