×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • কম্পিউটারের ভুয়ো ফাইলে আর্বান নকশাল খুঁজছে সরকার!

    4thpillars ব্যুরো | 22-04-2021

    কম্পিউটারের ভুয়ো ফাইলে আর্বান নকশাল খুঁজছে সরকার: সুদীপ্ত সেনগুপ্ত

    সর্ষের মধ্যে ভূত নয়, কম্পিউটারের ভুয়ো ফাইলে ‘আর্বান নকশাল’ খুঁজছে সরকার। মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও কাণ্ডে দেশদ্রোহিতার অভিযোগে ‘দুষ্ট’ 16জন বিশিষ্ট ব্যক্তি। মার্কিন ডিজিটাল ফরেনসিক সংস্থার তদন্তে দেখা যাচ্ছে, জনৈক অভিযুক্তের অজ্ঞাতে তার কম্পিউটারে ভুয়ো ফাইল খোলা হয়েছিল। এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পিছনে কে বা কারা? লাভবান কিন্তু সরকারপক্ষই।

     


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    রাষ্ট্রের নজরদারির ঘৃণ্য নজির এবার ভোট পর্বের প্রচারে।

    যে দল নিজে অক্ষম, অচল, বিভ্রান্ত, সে মানুষকে কী পথ দেখাবে?

    শাসকদল তো বটেই, বিরোধী রাজনীতিকরাও চান না এমন কেউ সংসদে যান, যিনি সরকারপক্ষকে প্রশ্ন করতে পারবেন। 

    চতুর্থ পর্বে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী

    মহামারী পরিস্থিতিতেও কেন্দ্র-রাজ্য দুই সরকারের ক্ষমতার টানাপোড়েন। রাজ্যে কি এখন দু'টি সরকার চলছে?

    গত সাড়ে ছয় বছরের মধ্যে এই প্রথম কোনও আন্দোলনকে কেন্দ্রীয় সরকার দেশবিরোধী তকমা দিতে পারল না।

    কম্পিউটারের ভুয়ো ফাইলে আর্বান নকশাল খুঁজছে সরকার!-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested