প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকার হিসেব অর্থমন্ত্রী দিলেন সপ্তাহভর। ১০০ টাকায় পীড়িত পরিযায়ী শ্রমিকের জন্য সাড়ে বারো পয়সা, দু মাসের রেশন। গরিবের দায় ঝেড়ে ফেলে কোন সংস্কারের পথে সরকার?
প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অপরাধ এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। আইন মেনে অপরাধী শাস্তি পাক
মিডিয়ায় ঠিক ভুল যুক্তির বিচারে হোক, সংখ্যার জোরে নয়! শুধু ঝড়ের নামে নয়, সর্বর্ত্রই!
জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনার তৃতীয় দিনে উপস্থিত ছিলেন অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী
এই হিন্দি আগ্রাসন একমাত্র নিজের ভাষার প্রতি কতটা দরদ, ভালবাসা আছে, তা দিয়েই আটকানো সম্ভব।
মুসলিম পরিবারে হিন্দু মেয়ের বিয়ে নাকি লাভ জিহাদ - প্রেমের নামে ধর্ম প্রচার!
জীবনে অন্য ক্ষেত্রে, অন্য পরিচয়ে সফল, প্রতিষ্ঠিত হলেই কি রাজনীতিতে আসা যায়?