রাজ্য বিধানসভা নির্বাচন তো নয়, বাংলার এবারের ভোট যেন সারা দেশে বিজেপি এবং তার বিরোধী রাজনীতির অগ্নিপরীক্ষা। ডেলি প্যাসেঞ্জার প্রধানমন্ত্রী এবং তার চ্যালেঞ্জার এক প্রাদেশিক মহিলা রাজনীতিক। এই নিয়েই www.4thpillars.com গত 30 মার্চ (মঙ্গলবার) একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে এই আলোচনায় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী শিবাজীপ্রতিম বসু , সাংবাদিক গৌতম লাহিড়ী এবং সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা। The might of BJP versus the grit of Mamata Banerjee in West Bengal Assembly Election 2021.
1) স্বাধীনতার আগে ও পরে বাংলায় একটা ভিন্নধারার রাজনীতি দেখা গিয়েছে। বিজেপি এলে সেটা নষ্ট হয়ে যাবে, যা এতদিন ধরে চলে এসেছে।
2) কৃষক আন্দোলনের ফলে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু এখন যদি বিজেপি বাংলার ক্ষমতা দখল করে, তাহলে সেই ভাবমূর্তি খানিকটা মেরামত হলেও হতে পারে।
3) বিজেপি এসেই জাতপাতের রাজনীতি শুরু করে দিয়েছে। বিজেপি সেই নিম্নবর্গের পিছিয়ে পড়া মানুষদের কথা বলছে, যাদের কথা এতদিন বাংলার ক্ষমতায় থাকা কেউ কোনওদিন ভাবেনি সেভাবে। বিজেপি এসে তাদের স্বপ্ন দেখাতে শুরু করেছে। সঙ্গে উস্কে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদ।
সাংবিধানিক শৃঙ্খলা ও প্রশাসনিক শিষ্টাচার ভাঙায় রাজ্যপালই পশ্চিমবঙ্গে এখন এক নম্বর।
সরকারের বিরুদ্ধে মুখ খুললেই শাস্তি পেতে হচ্ছে। বিশেষ উদ্দেশ্য থেকেই ইউএপিএ আইনে বদল আনা হয়েছে।
রাজনৈতিক দলগুলির মধ্যে মানুষকে পাইয়ে দেওয়ার প্রতিযোগিতাই কি জনগণের মঙ্গল কল্যাণের পথ?
এই হিন্দি আগ্রাসন একমাত্র নিজের ভাষার প্রতি কতটা দরদ, ভালবাসা আছে, তা দিয়েই আটকানো সম্ভব।
এ ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত ছিল।
আজকের ভারতে চরম দক্ষিণপন্থী শাসনে যেন সেই ইউটোপিয়া বাস্তবায়িত হচ্ছে!