উপজাতিতে উপজাতিতে সে আমলে লেগেই থাকত যুদ্ধ। তাই গোটা গ্রামটাই ছিল দুর্গ। অরুণাচল প্রদেশের এক বিস্মৃতপ্রায় ছোট্ট গ্রাম থেমবাঙ্গ। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান, বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহাসিক সমৃদ্ধির কারণে আপাতত World Heritage Sites-এর তালিকায় প্রবেশের অপেক্ষায়। কেল্লা পরিবেষ্টিত এই অঞ্চলের ইতিহাস, এখানকার সংস্কৃতি, এখানকার মানুষদের খাদ্যাভ্যাস, জীবিকা ও জীবন নিয়ে ডকুমেন্টারি “The Tales of Thembang”.
পশ্চিম অরুণাচল প্রদেশের মংপা এবং শেরড্রুকপেন প্রজাতির মুখোশ নাচ
পাহাড়ি গ্রাম তাওয়াঙ্গের জীবন।
অরুণাচল প্রদেশের এক বিস্মৃতপ্রায় ছোট্ট গ্রাম থেমবাঙ্গ।
শিল্পী শাহাবুদ্দিনের জীবনের একটা বড় অংশ কেটেছে মহাত্মা গান্ধীর ছবি এঁকে।