অরুণাচল প্রদেশের ছোট্ট একটি শহর তাওয়াঙ্গ। ভারতবর্ষের একদম উত্তর-পশ্চিমে চীন সীমান্তে অবস্থিত। পর্যটন শিল্পের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে শহরটি। দেশ-বিদেশ থেকে শীতের তিনটে মাস বাদ দিয়ে সারা বছর বহু পর্যটক এখানে আসেন এবং ঝুলি ভরে নিয়ে যান অনেক প্রাকৃতিক সৌন্দর্যের শান্তি। এখানে হোটেল ছাড়াও গড়ে উঠেছে বহু "হোম স্টে'। এইরকমই এক পাহাড়ি গ্রামের পাহাড়ি জীবনযাত্রার কথা তুলে ধরলেন বিশিষ্ট চিত্রশিল্পী অজয় রায়। www.4thpillars.com দেখাচ্ছে পাহাড়ি গ্রাম তাওয়াঙ্গের জীবন।
শিল্পী শাহাবুদ্দিনের জীবনের একটা বড় অংশ কেটেছে মহাত্মা গান্ধীর ছবি এঁকে।
পাহাড়ি গ্রাম তাওয়াঙ্গের জীবন।
পশ্চিম অরুণাচল প্রদেশের মংপা এবং শেরড্রুকপেন প্রজাতির মুখোশ নাচ
অরুণাচল প্রদেশের এক বিস্মৃতপ্রায় ছোট্ট গ্রাম থেমবাঙ্গ।