×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • সুপ্রিম কোর্টের অবস্থান কৃষক আন্দোলনের সমাধানের একটা পথ খুলে দিল

    4thpillars ব্যুরো | 14-01-2021

    সুপ্রিম কোর্টের অবস্থান কৃষক আন্দোলনের সমাধানের একটা পথ খুলে দিল: সুদীপ্ত সেনগুপ্ত

    গত দেড় মাস ধরে কৃষকরা যেভাবে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছে এবং সরকারও তা প্রত্যাহার করবে না বলে অনড় রয়েছে, সেখানে  গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবস্থানে নাগরিকরা খানিক আশ্বস্ত হতে পারেন। কিন্তু কৃষকদের স্বার্থে যেভাবে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের কথা সুপ্রিম কোর্ট উল্লেখ করল তা সম্প্রতিকালে সমতুল্য বহু মামলায় করা হয়নি। সরকার পক্ষ কি সুপ্রিম কোর্টের করে দেওয়া এই সুযোগকে ব্যবহার করে, কৃষকদের কথা ভেবে স্থগিত রাখবে এই বিতর্কিত কৃষি আইনগুলোকে?

     


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    তুমি সে সব চামুণ্ডার জিভে ছুঁড়ে জড়িয়েমড়িয়ে শুয়ে থাকো, যেন আমি তোমার পোষ্য নই,সন্তান!

    নিতান্ত গরিব পরিবার থেকে উঠে আসা পাসোয়ান কি নিজের শিকড় ভুলে গিয়েছেন?

    ভ্যাকসিনের ভাল খারাপ সম্পর্কিত তথ্য হাতে না এলে সাধারণ মানুষের মনে ভ্যাকসিন নিয়ে ভয় কাটবে না।

    সত্তরের গণআন্দোলনের ফসল বিপুল চক্রবর্তীর কবিতা ও গান।

    আজ নবম পর্বে গায়ক দুর্নিবার সাহা-র মুখেই শুনুন তাঁর গৃহবন্দি জীবনের কথা।

    বিচারও কি দলীয় রাজনীতির অঙ্গ?

    সুপ্রিম কোর্টের অবস্থান কৃষক আন্দোলনের সমাধানের একটা পথ খুলে দিল-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested