×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • দেশ দেখছি অন্ধকারে ৪

    হিরণ মিত্র | 22-04-2020

    দেশ দেখছি অন্ধকারে, প্রতীকী ছবি

    আমার দম বন্ধ হয়ে আসছে। চেয়েছিলাম, একটা মুক্ত পাখির ছবি আঁকব। মাঝরাতে এঁকে রেখে ঘুমোতে গেলাম, ঘুম এল না। কেন এমন হচ্ছে? মাথার মধ্যে ভাবনা দলা পাকিয়ে উঠলো। পাখি-র আর ওড়া হ’ল না। ডানা ভেঙে সে যেন মাটিতে আছড়ে পড়লো। এই আমার দেশ! এই আমার শাসক! এত স্বার্থপর, এত ভয়ের। যে পাখিরা মুক্ত বাতাসে সারাদিন ডেকে চলেছে, কোন পাখি তারা?  কাকে ডাকছে তারা?

    (Anger 4; ink and brush. With synthetic spray)

    ভোরের আলো ফুটল। আমি ঘুম চোখে এক খাবলা কালো রঙ নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওই পাখির ছবিটার উপর। ঢেকে দিলাম সবটা। তবু তার চিৎকার জেগে রইল। ভয়ার্ত মুখ, চোখ জেগে রইল, তেমনই রইল। তেমনই থাক্।

    আগামীর অপেক্ষায়।


    হিরণ মিত্র - এর অন্যান্য লেখা


    এই অসহায় সময়ের স্বাক্ষর হিসেবে থাকছে ‘দেশ দেখছি অন্ধকারে’

    তোমার কালো রঙ, আর মৃত্যুর মিছিল থামতেই চাইছে না।

    ক্রমশ ছায়া ঘনিয়ে আসছে।

    পাশবিক চিৎকার। আকাশে বাতাসে। পৈশাচিক উল্লাস!

    আমার দম বন্ধ হয়ে আসছে। চেয়েছিলাম, একটা মুক্ত পাখির ছবি আঁকব

    দেশ দেখছি অন্ধকারে ৪ -4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested