×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ওড়িশা, রাজস্থান এ বছর আতস বাজি নিষিদ্ধ করার অপ্রিয় কঠিন সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গ পারল না

    4thpillars ব্যুরো | 04-11-2020

    ওড়িশা, রাজস্থান এ বছর আতস বাজি নিষিদ্ধ করার অপ্রিয় কঠিন সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গ পারল না: সুদীপ্ত সেনগুপ্ত

    ভারতের অন্য দুই রাজ্য যখন জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর দিওয়ালিতে আতস বাজি নিষিদ্ধ করে দিল, পশ্চিমবঙ্গ সরকার কেন তা করতে পারছে না? আসন্ন ভোটের কথা মাথায় রেখেই কি তবে কাউকে অখুশি করতে চাইছে না তারা? পরিবেশবিদদের পরামর্শ অবেহেলা করে কোনও কড়া পদক্ষেপ নেওয়ার বদলে দুর্গাপুজোর মতোই জনগণের শুভ বুদ্ধির উপরে এবছর বাজি বর্জন করা না করার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে রাজ্য সরকার। তবে কি দুর্গাপুজোর মতোই আবারও আদালতের হস্তক্ষেপ প্রয়োজন দীপাবলিতে দূষণ ঠেকাতে?

     

     


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মিডিয়ার ভূমিকা কীরকম?

    আইনজীবীরা মুখ খুললে বিচারপতিদের সমস্যা হতে পারে কি?

    ভোট প্রার্থীদের বিরাট অংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে। মানুষ বাছবে কাকে?

    নাচের হাত ধরেই কর্কট রোগের সঙ্গে চোখে চোখ রেখে লড়ছেন নয়নিকা। হারার কোনও প্রশ্নই নেই।

    ষষ্ঠ পর্বে গায়ক ঋষি চক্রবর্তী-র মুখে তাঁর ঘরবন্দি জীবনের কথা।

    ভোটের ফল থেকেই স্পষ্ট, মানুষ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

    ওড়িশা, রাজস্থান এ বছর আতস বাজি নিষিদ্ধ করার অপ্রিয় কঠিন সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গ পারল না-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested