×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বাংলায় ভোট, পর্ব 5

    4thpillars ব্যুরো | 19-03-2021

    বাংলায় ভোট, পর্ব 4 আলোচনায় সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে সাংবাদিক শুভাশিস মৈত্র এবং শিখা মুখার্জী

    সংবাদমাধ্যমের কাছে এবারের ভোটে মানুষের কী প্রত্যাশা? আর মিডিয়াই বা চলছে কোন পথে? Media and West Bengal Assembly polls 2021এই বিষয়ে www.4thpillars.com গত 18 মার্চ (বৃহস্পতিবার) একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন সাংবাদিক শিখা মুখার্জি এবং শুভাশিস মৈত্র।

     


    1) মিডিয়াতে এখন অনেক ঘটনাই দেখা যাচ্ছে না, আর যা দেখা যাচ্ছে তার সঠিক মূল্যায়ন হচ্ছে না, ফলে সেটা দেখে সঠিক সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হচ্ছে না। সঠিক তথ্য জানতে গেলে, ভিডিও দেখতে গেলে ইউটিউবের দ্বারস্থ হতে হয়।

     

    2) প্রতিটা মিডিয়া এখন জোর করে তাদের মতামত অন্যদের উপর চাপাতে চাইছে। আজকাল যে সাংবাদিকতা দেখা যাচ্ছে, তাতে সাংবাদিকতার যে নিয়ম সেগুলো উল্লঙ্ঘন করা হচ্ছে, তথ্যের গরমিল করা হচ্ছে।

     

    3) মিডিয়া এখন আর তথ্যের সত্যতা যাচাই করে না। অথচ এই দায়িত্ব কিন্তু একান্তভাবেই মেইনস্ট্রিম মিডিয়ার। সাধারণ মানুষকে কেন কোনও সংবাদের সত্যতা যাচাই করতে হবে?

     

    4) টেলিভিশন মিডিয়াতে এখন প্রশিক্ষণ বিষয়টা উঠেই গেছে। সঞ্চালক দ্রুত কথা বলতে পারেন কিনা, জোরে হাঁটতে চলতে জানেন কিনা শুধু এগুলোই দেখা হয়, কন্টেন্ট বা তাঁর সাংবাদিকতার পাঠ এখানে গুরুত্ব পায় না।

     

    5) কম বয়সীরা এখন খবরের কাগজ পড়েন না, টেলিভিশন চ্যানেলও দেখেন না। তাঁরা সমস্ত খবরই সোশাল মিডিয়া থেকে পান। ফলে এই ডিজিটাল মিডিয়ার গুরুত্ব ক্রমে বাড়ছে, আগামীদিনে তা আরও বাড়বে। মেইনস্ট্রিম মিডিয়ার একাংশের দায়িত্বহীন আচরণের পাশাপাশি, বেশ কিছু অনলাইন পোর্টাল খুব ভাল কাজ করছে।

     

    6) সাংবাদিকতায় অনিশ্চয়তা বেড়েছে, ফলে আগামীদিনে মেধাবী তরুণরা আরও কম সংখ্যায় এই পেশায় আসবে।

     

    7) ভোট কে কেন্দ্র করে অনেক সর্বভারতীয় সংবাদমাধ্যম নির্দিষ্ট লক্ষ্যে এই রাজ্যে এসেছে। সংবাদমাধ্যমের মালিকদের সংবাদমাধ্যম সম্পর্কে ন্যূনতম ধ্যানধারণা নেই। মার্কিন মিডিয়া ডোনাল্ড ট্রাম্প ইস্যুতে যে সাহসিকতা দেখাতে পেরেছে, ভারতের সংবাদমাধ্যম তা দেখাতে পারবে না। দেখালে সংশ্লিষ্ট সাংবাদিকদের চাকরি নাও থাকতে পারে।

     


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    বাংলা দখল করলে বিজেপির উত্তরাপথ বিজয় সম্পূর্ণ হয়। অথচ বাংলায় দলের অতীত সামান্যই।

    সুপ্রিম কোর্টও বলছে বাবরি মসজিদ ভাঙা একটা গুরুতর অপরাধ। অপরাধ হল অথচ অপরাধীর শাস্তি হবে না?

    এ সরকার কার জন্য? গরিবের নয়?

    কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাংবাদিকদের চোখে কেমন লকডাউন চিত্র, আজ দেখুন চতুর্থ পর্ব।

    সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ।

    আমেরিকার টেলিভিশন যে সাহস দেখাতে পারে ভারতীয় সংবাদমাধ্যম কেন তা পারে না?

    বাংলায় ভোট, পর্ব 5-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested