মাসাধিককাল ধরে 8 দফা ভোটের পর মানুষের রায় এখন বাক্সবন্দী। মহামারী পরিস্থিতির জন্য গণনায় এবার নতুন বিধি-বিধান। এক্সিট পোল বলছে বাংলায় এগিয়ে তৃণমূল। বাস্তবে ফল কী হবে? এই বিষয়ে গত 30 এপ্রিল (শুক্রবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায় এবং শুভাশিস মৈত্র উপস্থিত ছিলেন।
1) ভোটের ফলাফলে কী হবে, তা জানতে আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। তবে, কেরালার যে সম্ভাব্য ফলাফল এক্সিট পোলে উঠে আসছে, তা কিন্তু চমকপ্রদ। কেরালার মতো রাজ্যে পাঁচ বছর অন্তর শাসককে বদলে ফেলাই অলিখিত নিয়ম। সেখানে বামেদের এলডিএফ জোট একটানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
2) এক্সিট পোলগুলির ক্ষেত্রে কী নিয়ম অনুসরণ করা হয়, তা চ্যানেল বা সমীক্ষক কর্তৃপক্ষ কখনওই জানায় না। তাই এগুলো নিয়ে জনমানসে প্রশ্ন দেখা যায়। আমেরিকার মতো দেশে ভোটার ভোট দিয়ে বেরিয়ে এলে নকল ব্যালটে মক পোল নেওয়া হয়। এতে অনেক বেশি স্বচ্ছতা বজায় থাকে।
3) সচরাচর চ্যানেল কিংবা সমীক্ষক গোষ্ঠী এক্সিট পোলে একটু রক্ষণশীল হিসাব দেখায়, যাতে পরে বিপাকে পড়তে না হয়। 8টা এক্সিট পোলের মধ্যে 6টায় তৃণমূল আর 2টোয় বিজেপি এগিয়ে। ওই রক্ষণশীলতার ব্যাপারটি মাথায় রাখলে বলতে হয় তৃণমূলের আসনসংখ্যা আরও বাড়তে পারে।
4) বাংলায় এবারের লড়াইটা স্পষ্টতই তৃণমূল বনাম বিজেপি। বামেরা কোভিড পরিস্থিতিতে খুব ভাল কাজ করছেন। আগেও করেছেন। তার ফল হয়তো তাঁরা পরবর্তী নির্বাচনগুলোয় পাবেন।
5) সংযুক্ত মোর্চা ভোটের ফলাফলে খুব বেশি চমক দেখাতে পারবে বলে মনে হয় না। 34 বছর ক্ষমতায় থাকা দলকে কেন আবার ফিরিয়ে আনা প্রয়োজন, এটা মানুষকে বামেরা বোঝাতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া তাদের সভা, মিটিং-মিছিলের বক্তব্য দেখে মনে হয়েছে, তাঁদের প্রধান শত্রু তৃণমূল, বিজেপি নয়। এটা বামেদের একটা ভুল রাজনৈতিক পদক্ষেপ।
6) কংগ্রেসও এবার নিজেদের গড়ে অনেক আসন হারাতে পারে। গত লোকসভা নির্বাচনে মালদা জেলায় সংখ্যালঘু ভোট কংগ্রেস এবং তৃণমূলে ভাগ হয়ে গিয়েছিল, যার সুবিধা পেয়েছিল বিজেপি। এবার কিন্তু সংখ্যালঘু ভোট এককাট্টা হয়ে তৃণমূলে যেতে পারে। আর এক কংগ্রেস গড় মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
নতুন আইন নিয়ে কৃষকের কণ্ঠস্বর শুনতে হচ্ছে প্রতিবাদী আন্দোলনে।
কেন্দ্রের শাসক শুধু ভোটের সঙ্গে রোগ সংক্রমণের সম্পর্ক দেখতে পাচ্ছে না!
লকডাউন আর আনলকের তামাশার মানেটা কী?
আজ অষ্টম পর্বে গায়িকা সোমলতা আচার্য্য চৌধুরী-র মুখেই শুনুন তাঁর গৃহবন্দি জীবনের কথা।
সমবেত প্রতিবাদ ও জনরোষের সামনে অবশেষে আদিত্যনাথের সরকার বাধ্য হয় তাদের সিদ্ধান্ত বদলাতে।
সংবাদমাধ্যমের কাছে এবারের ভোটে মানুষের কী প্রত্যাশা?