কোনটা খবর কোনটা নয়? খবরের মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক? কোনটাই বা ইচ্ছে করে ভুল? আপনাদের অনেক প্রশ্ন, সরসরি উত্তর দিলেন 4thPillarWeThePeople এর সম্পাদক সুদীপ্ত সেনগুপ্ত।
1.TV9 বাংলা চ্যানেলে আগামি সোমবার থেকে শুক্রবার সকাল 9 টায় একটি অনুষ্ঠান শুরু হবে 4thPillarMediaNetwork এর পক্ষ থেকে, নাম ‘টাকার কথা'।
2. Omicron কতটা ক্ষতিকারক? ভারতবর্ষে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও গবেষণা হয়নি, যা কিছু বলা হচ্ছে পুরোটাই অনুমানের ভিত্তিতে।
3. কর্পোরেট প্রভাব বেড়ে যাওয়ায় ফলে ফুটবলের চরিত্র ক্রমশ বাণিজ্যিক হয়ে যাচ্ছে, বাঙালির জীবনে এর প্রভাব কেমন পড়ছে?
4. ক্রিপ্টোকারেন্সি কি এবং সংসদে বিলের মাধ্যমে এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলে কি কি হতে পারে?
5. সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে পরিবেশে দূষণের পরিমাণ বাড়ছে। অন্য মরসুমের খাবার প্রিজারভেটিভের মাধ্যমে সংরক্ষণের ফলে দূষণের মাত্রা বৃদ্ধি পায়।
6. লড়াকু লক্ষ্মী নামে একটি সিরিজ শুরু করা হয়েছে। যেখানে বাণিজ্যিক দিক থেকে সফল অপেক্ষাকৃত কম বয়সী ছয়জন বাঙালি মহিলাদের জীবনের গল্প বলা হবে।
7. রাজনৈতিক ক্ষেত্রে পরিবারতন্ত্র কেন্দ্র এবং প্রতিটি রাজ্যে সম্প্রসারিত। এর থেকে দায়মুক্ত নয় কোনও দল।
8.আসামের ব্রক্ষ্মপুত্র নদের চরে বসবাস করা মানুষদের জীবনে এক নতুন পীড়ন শুরু হয়েছে।
9. মনীষ মিত্রের পরিচালনায় মঙ্গলকাব্য নাটকটি সুন্দরবনের নদীর তীরে পরিবেশিত হয়েছিল যার বিবরণ 4thpillarwethepeople এর ওয়েব পোর্টালে দেওয়া হয়েছে।
সারা সপ্তাহের খবরের স্বাধীন বিশ্লেষণ।
সারা সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ, www.4thPillarWeThePeople.com এর নজরে কী এবং কেন?
ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে গরমের ছুটি বাংলায়, শিশুদের উপহার মুখ্যমন্ত্রীর
ধর্ম জিরাফ তৃণমূল বিজেপি সবেতেই আছেন মুকুল রায়!
সাধারণতন্ত্র দিবসে সবল রাষ্ট্রশক্তির প্রদর্শনে মুগ্ধ নাগরিক।