×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • শুধুই সুদীপ্ত 19

    4thpillarwethepeople | 12-04-2022

    নিজস্ব ছবি

    সারা সপ্তাহের তাৎপর্যপূর্ণ খবর নিয়ে যুক্তিপূর্ণ বিশ্লেষণ, তথ্যনিষ্ঠ আলোচনা। আপনাদের বক্তব্য, প্রশ্ন, মতামত নিয়ে সরাসরি কথা। প্রতি শনিবার সন্ধ্যা সাতটায়।

    *আমরা আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারছি না, তাদের পঙ্গু করে দিচ্ছি। এই ভুলের কোনও ক্ষমা হয় না।

     *আয়ুর্বেদ চিকিৎসকরা  সুপ্রিম কোর্টের  রায় অনুযায়ী অ্যালোপ্যাথি চিকিৎসকদের সমান আসন লাভ করলেন। কিন্তু উঠে এল অনেক প্রশ্ন। আয়ুর্বেদ কি কখনওই উন্নতমানের চিকিৎসার সমতুল্য হতে পারে?

    *নবরাত্রির জন্য দিল্লির সিআর পার্কের মাছের বাজার বন্ধ করার হুকুম আসে এতে কি আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হল না? সরকার কি ঠিক করে দিতে পারে আমরা কি খাব না খাব?

    *ইংরাজী ভাষা একটি ভারতীয় ভাষা, এটি শিখলে ক্ষতি হয় না, আবার ইংরাজী বাংলা  একসঙ্গে শিখলেও কিন্তু অসুবিধা হয় না। কিন্তু তাই বলে বাংলা শিখব না, বাংলা জরুরি নয়, এটা ভুল। বাংলা ইংরাজী দুই ভাল করে শেখানো হোক বাচ্চাদের। আর কাজ চালানোর মতো হিন্দি। কিন্তু কোনওভাবোই নিজের ভাষাকে উপেক্ষা করে অন্য ভাষা শেখা যায় না।

     

     


    4thpillarwethepeople - এর অন্যান্য লেখা


    সাধারণতন্ত্র দিবসে সবল রাষ্ট্রশক্তির প্রদর্শনে মুগ্ধ নাগরিক।

    ধর্ম জিরাফ তৃণমূল বিজেপি সবেতেই আছেন মুকুল রায়!

    বাঙালি কি স্বভাবত হিংসাপ্রবণ? ভায়োলেন্স ছাড়া বিবাদ নিষ্পত্তি কেন সম্ভব হয় না?

    ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে গরমের ছুটি বাংলায়, শিশুদের উপহার মুখ্যমন্ত্রীর

    সারা সপ্তাহের খবরের স্বাধীন বিশ্লেষণ।

    পাগল নাকি? শুধু ইতিহাসে থামবেন কেন? বাকি সাবজেক্টে ভক্তরা কি আঁটি চুষবে?

    শুধুই সুদীপ্ত 19-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested