×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • পীড়িতের পূজ্য মারাদোনা

    4thpillars ব্যুরো | 28-11-2020

    সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় ফুটবলপ্রেমী শমীক লাহিড়ী এবং সাংবাদিক প্রণয় শর্মা।

    প্রতিষ্ঠান বিরোধিতার মূর্ত প্রতীক ফুটবলার মারাদোনা। বিশ্বব্যাপী পীড়িতের পূজ্য। প্রতিভার আগুনে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ক্ল্যাসিক উদাহরণ। খেলার মাঠের বাইরের মারাদোনা কেমন? www.4thpillars.com গত 27 নভেম্বর (শুক্রবার) এই নিয়েই এক আলোচনার আয়োজন করেছিল। সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন কলকাতায় তাঁকে আনার অন্যতম কাণ্ডারি শমীক লাহিড়ী এবং সাংবাদিক প্রণয় শর্মা।

    1) বিশ্বকাপ ছাড়া আন্তর্জাতিক ফুটবল নিয়ে আমাদের দেশে তেমন কোনও চর্চা হত না একটা সময়ে, বিশেষত যে সময়ে সারা বিশ্বে 10-11টা মেজর লিগ হত। বিশ্ব ফুটবলের চর্চা যাতে ভারতেও শুরু করা যায়, সেটা ভাবতে গিয়েই মনে হয় মারাদোনার কথা। তাকে আনলে যে তরঙ্গ তৈরি হত, অনেক সংখ্যক মানুষকে মাঠে আনা যেত সেটা ভেবেই তাকে দেশে আনা হয়।

    2) মারাদোনা নিজের মতো করে আপন করে নিতে জানতেন। তারকা মনোভাব ছিল না তাঁর। সহজ ভাবে মিশতে জানতেন। একটু মুডি ছিলেন, তবে পেশাদারিত্বের তোয়াক্কা করতেন না কোনওদিন।

    3) ফিদেল কাস্ত্রো প্রভাব ফেলেছিলেন মারাদোনার জীবনে। বলিভিয়ান আইডিয়োলজি সম্পর্কে দারুন জ্ঞান ছিল, এবং তা অবশ্যই শিক্ষণীয়।

    4) বিভিন্ন দেশের মানুষ ফুটবলের একটা চরিত্রকে ঘিরে একাত্ববোধ করত, এটাই তো দারুন একটা ব্যাপার।

    5) 1986-র আগে আর্জেন্টিনা দেশটাকে কতজন চিনত? মারাদোনাই তো চিনিয়েছিলেন। ভাবতেই অবাক লাগে যে, লাতিন আমেরিকার একটা তৃতীয় বিশ্বের দেশ পরিচিতি হয়েছিল একজন ফুটবলারের জন্য।

    6) মারাদোনার একটা দারুন কমিউনিকেশন স্কিল ছিল মাঠ এবং মাঠের বাইরে। যা বিশ্বাস করতেন তাই বলতেন, যা বিশ্বাস করতেন না স্পষ্ট বলতেন। স্পনসরশিপ ইত্যাদি নিয়ে ভাবেননি কোনও দিন।

    7) তাঁকে একদিকে 'ফুটবলের ঈশ্বর' মনে করা হয়। তার পাশাপশি তাঁর যে দুর্বল দিকগুলো আছে এই সবকিছু নিয়েই তিনি। মারাদোনা একজন প্রেরণাদায়ক চরিত্র ছিলেন।


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    একটি আত্মহত্যার কাহিনিতে মানুষকে মজিয়ে আসল ইস্যুগুলোকে আড়াল করারই কৌশল

    মহামারী পরিস্থিতিতেও কেন্দ্র-রাজ্য দুই সরকারের ক্ষমতার টানাপোড়েন। রাজ্যে কি এখন দু'টি সরকার চলছে?

    ভোট প্রার্থীদের বিরাট অংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে। মানুষ বাছবে কাকে?

    এক টাকা আর 100 কোটি টাকার যোগসূত্র কোথায়?

    আমরা 4thPillars রাজনীতি বলতে ক্ষমতা দখলের অঙ্ক কষা বুঝি না। মানুষের স্বাধীন মতামতই শেষ কথা।

    দুর্গাপুজোর মতোই আবারও আদালতের হস্তক্ষেপ প্রয়োজন দীপাবলিতে দূষণ ঠেকাতে?

    পীড়িতের পূজ্য মারাদোনা-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested