×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বিচারব্যবস্থার মর্যাদা নিয়ে আলোচনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অরুণাভ ঘোষ

    4thPillars ব্যুরো | 18-08-2020

    আইনজীবী প্রশান্ত ভূষণ তাঁর সাম্প্রতিক দু'টি টুইটে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয়ে বিচারবিভাগের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, আগামীদিনে ঐতিহাসিকরা যখন বিগত 6 বছরে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার ধ্বংস সাধন নিয়ে চর্চা করবেন, তখন তাঁদের আলোচনায় বিশেষভাবে উঠে আসবে সুপ্রিম কোর্ট এবং তাঁর শেষ চার বিচারপতির ভূমিকার প্রসঙ্গ। এই বক্তব্যে শীর্ষ আদালত তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত অভিযোগ এনে বিচার করে, এবং বিচারে প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করে। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ব্যক্তির মতপ্রকাশের কোনও স্বাধীনতা থাকবে না? কেউ বিরুদ্ধ মত প্রকাশ করলেই কি তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে? দু'টি টুইটে ভারতের গণতন্ত্র বিপন্ন হয়ে গেল? এই প্রশ্নগুলো নিয়ে www.4thpillars.com -এর আলোচনায় উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং অরুণাভ ঘোষ। 

     

     


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    চেতনাকে যেন শান দিয়ে গেছে জীবনের বিনিময়ে

    যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ নরেন্দ্র মোদীর সরকার।

    ষষ্ঠ পর্বে গায়ক ঋষি চক্রবর্তী-র মুখে তাঁর ঘরবন্দি জীবনের কথা।

    আজ নবম পর্বে গায়ক দুর্নিবার সাহা-র মুখেই শুনুন তাঁর গৃহবন্দি জীবনের কথা।

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 এর নায়ক এক এবং একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য।

    এই প্রথম একটা রূপালী রেখা দেখা যাচ্ছে।

    বিচারব্যবস্থার মর্যাদা নিয়ে আলোচনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অরুণাভ ঘোষ-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested