×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ইলিশ হত্যা

    সুদীপ্ত সেনগুপ্ত | 02-10-2020

    প্রতীকী ছবি

    এটা আসলে একটা টোকা লেখা, শেষের দুটো বাক্য মাত্র আমার নিজের। টুকেছি ইংরেজি কাগজ থেকে, বাংলা করে দিলাম।

     

    টোকা অংশ:

    বর্ষার অন্তে এখন ইলিশ মাছে বাজার ছেয়ে গেছে। সব বাঙালির মতো আপনার প্রাণও নিশ্চয়ই ইলিশ ইলিশ করে নাচছে! আসুন ইলিশ মাছের একটা সরল দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই – আপনার প্রিয়জনেরা খেয়ে পাগল হয়ে যাবেন।

     

    রেসিপি:- ইলিশ মাছ ধুয়ে তাতে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা মাখিয়ে ম্যারিনেট করুন। আধঘণ্টা পর ডুবো তেলে কুড়মুড়ে করে ভেজে নিন (ইংরেজিতে লেখা ছিল crispy fried)এরপর উপরে গোল করে কাটা পেঁয়াজ দিয়ে সাজিয়ে সার্ভ করুন। বাঙালির ট্র্যাডিশনাল অন্যতম সেরা ডিশ তৈরি মাত্র কয়েক মিনিটে!

     

    আমার লেখা:

    ইলিশ মাছকে এখানে প্রথমে ধর্ষণ করা হল তাতে আদা রসুন দিয়ে এবং হলুদ না দিয়ে, তারপর তাকে খুন করা হল কুড়মুড়ে করে (মৌরলা মাছের মতো) ভেজে, অতঃপর সেই মৃতদেহকে ফাঁসিতে চড়ানো হল কাঁচা পেঁয়াজের সঙ্গে ইলিশ মাছ ভাজা খাওয়ার নিদান দিয়ে। এর জন্য ইলিশের উপর অত্যাচার না করে ভোলা ভেটকিই যথেষ্ট ছিল!

     

     


    সুদীপ্ত সেনগুপ্ত - এর অন্যান্য লেখা


    ইলিশ মাছকে এখানে প্রথমে ধর্ষণ করা হল তাতে আদা রসুন দিয়ে এবং হলুদ না দিয়ে...

    সদ্যপ্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে আবেগের সুনামিতে একবারও আমাদের মনে পড়ল না অন্য কৃতীদের।

    তৃণমূলের কর্মী সমর্থক বলে তোলাবাজি করা গুণ্ডারা এলাকার বাসিন্দা প্রবীণ নেতা সৌগত রায়কে চেনে না!

    স্বঘোষিত ইন্টেলেকচুয়াল এবং অ্যাকাডেমিশিয়ানদের থেকে সাবধান থাকাই শ্রেয়!

    কাদের কুলের বৌ গো তুমি, কোন খাপের গো কুলপতি?

    বাংলায় ভোটের ফলের কারণ বুঝতে ‘মেঘনাদবধ কাব্য’ হিন্দুত্ববাদীরা পড়ে দেখতে পারেন।

    ইলিশ হত্যা-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested