কোয়ারেন্টাইনে শরীর থাকে শুধু
মনের আবার বন্দীদশা কিসের?
তার তো শুধু জানলা পেলে হয়
ডুয়ার্স তখন পাশের পাড়া ঘেঁষে।
নিদেনপক্ষে বন্ধ ফ্যানের ব্লেড
বুকের ওপর উপুড় করা বই
বারান্দাতে ইতালীয় এক ছেলে
গাইছে দেখি "আমরা জিতবই'।
নয়তো সটান প্যালিওলিথিক যুগে
হরপ্পারও হাজার বছর আগে
জানিয়ে দেব আদিম তারস্বরে
সভ্য হতে মাসুল দিতে লাগে।
ঘরের কোণে পুরোনো আলমারী
জ্যাকেট তাকের পাশেই চিঠির খাম
যেসব খামের ভেতর দুঃখ পোরা
সেসব চিঠির রাখেনা কেউ নাম।
ভুলেই গেছি বন্দীদশায় আছি
বারান্দাতে সাগরপাড়ের ঢেউ
চমকানো ওই আলোর ফাঁকে দেখি
তোমার মত দাঁড়িয়ে আছে কেউ।