অসমের পর গোটা দেশেই জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে ঝড় উঠেছে। তার মধ্যেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের খসড়া নতুন করে পরিস্থিতি জটিল করে তুলেছে। কেমন সেই পরিস্থিতি তা নিয়ে আলোকপাত করবেন দুই বিশিষ্ট সাংবাদিক রজত রায় এবং সুদীপ্ত সেনগুপ্ত।
NRC নিয়ে বিস্তৃত আলোচনায় সাংবাদিক রজত রায় ও সুদীপ্ত সেনগুপ্ত। পর্ব এক আজ।
খেতে তো ভালোই। নিঃসন্দেহে। কিন্তু প্রেমে পড়া একেবারে নতুন বিষয়। চিমটি বোঝেন, চিমটি?