সংবিধান অনুসারে সংখ্যালঘু চিহ্নিত করার ভার রাজ্যের হাতে ছেড়ে দিতে চায় বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। দেশের বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এবার কি হিন্দুরা সংখ্যালঘু বলে পরিচিত হবে? এর আইনি তাৎপর্য কী? রাজনৈতিক সম্ভাবনাই বা কী? কেন কেন্দ্রের এই অবস্থান?
*বিজেপি চাইবেই এটা নিয়ে আলোচনা হোক।
*ভারতকে টুকরো করার পরিকল্পনাই বিজেপি এগিয়ে নিয়ে যাচ্ছে।
*কর্ণাটক হাইকোর্টের রায় খারাপ একটি রায় ছিল হিজাব নিয়ে। স্কুল কলেজ বলছে একরকম, কিন্তু হাইকোর্ট এটা বলতে পারে না। এটাতে ধর্মীয় আচরণ, অধিকারে আঘাত করা হয়েছে যে অধিকার সংবিধান দিয়েছে।
*হিন্দুত্বের সঙ্গে হিন্দুর কোনও যোগ নেই। এটা স্রেফ একটি নির্দিষ্ট দলের স্ট্র্যাটেজি।
*আরএসএসের পরিকল্পনা সফল হয়েছে। মানুষের মধ্যে ধীরে ধীরে অযৌক্তিক ভাবনা আসছে।
সারা সপ্তাহের খবরের স্বাধীন বিশ্লেষণ।
বাঙালি কি স্বভাবত হিংসাপ্রবণ? ভায়োলেন্স ছাড়া বিবাদ নিষ্পত্তি কেন সম্ভব হয় না?
সারা সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ, www.4thPillarWeThePeople.com এর নজরে কী এবং কেন?
ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে গরমের ছুটি বাংলায়, শিশুদের উপহার মুখ্যমন্ত্রীর
ভাগ্যিস এই বিষয়ে আইন ছিল!