আমি বর্তমানে গণিত স্নাতক(সম্মান) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছবি আঁকা একইসঙ্গে আমার নেশা ও পেশা। ব্যক্তিগত জীবনের সঙ্গে বাইরের জগতের মেলবন্ধনই আমার ছবি আঁকার অনুপ্রেরণা। সমস্ত ছবিই আমার শিক্ষাগুরুর প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন। পছন্দের ব্যক্তিত্ব হোক বা অবচেতন মনে ফুটে ওঠা কোনও দৃশ্য, সে সমস্তই স্কেচের মাধ্যমে ফুটিয়ে তুলি। এখানে রইল সেরকমই কয়েকটি ছবি।
(ফুটবল তারকা সুনীল ছেত্রী)
(ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি)
(ফুটবল তারকা লিওনেল মেসি)
(অভিনেতা-বলিউড তারকা শাহরুখ খান)
(অভিনেতা-বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী)
(অভিনেত্রী-বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন)
(নিশ্চিন্ত ঘুম)