×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ফ্যাসিবাদের প্রতিবাদী সঙ্গীত "হে সুন্দর বিদায়' বা Bella Ciao

    পারমিতা সেনগুপ্ত | 04-06-2020

    আজকের ভারতে যেন নতুন করে গাওয়ার সময় এসেছে ইতালিতে তৈরি হওয়া ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদী লোকসঙ্গীত ‘Bella Ciao’, বাংলায় যার অর্থ হে সুন্দর বিদায়। ইতালির পো উপত্যকার ধানক্ষেতের কৃষক রমণী, ‘মোনদিনাবা আংশিক সময়ের শ্রমিকেরা প্রথম এই গান বাঁধে। মাঠে অমানবিক পরিবেশে যে দুর্বিষহ কঠোর পরিশ্রম ও অত্যাচার তাদের সহ্য করতে হত তার প্রতিবাদে এই গান। মূল গানের শুরুটা ছিল একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে দেখলাম (আল্লা মাত্তিনা আপ্পেনা আলজাতো)

     

    পরবর্তী কালে মূল গানটিতে কিছু সংযোজন ও পরিবর্তন করা হয়। ফ্যাসিবাদ বিরোধী বামপন্থী আন্দোলনকারী ইতালিয়ান পারটিজানদের উদ্যোগে এই গানই বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী শাসনের প্রতিবাদে ইতালির জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। 1943 থেকে 1945 সালের মধ্যে ইতালি আক্রান্ত হয় জার্মান নাৎসি সেনাদের দ্বারা। গৃহযুদ্ধ চলাকালীন ফ্যাসিবাদী ইতালিয়ান সোশাল রিপাবলিক এবং নাৎসি জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ইতালিয়ান পারটিজানদের যুদ্ধ করার বল জুগিয়েছিল এই গান।

    গোটা পৃথিবীতে এই গান এখন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের প্রতীক। গানটির প্রাসঙ্গিকতা আমাদের দেশেও যথেষ্ট। বর্তমান ভারতে ফ্যাসিবাদীতুল্য শাসনে সবচেয়ে বিপন্ন বোধ করছে ভারতীয় নারীসমাজ। মুখে আধুনিকতার কথা বললেও দিল্লির শাসকবর্গের মূল রাজনৈতিক দর্শন হল মনুসংহিতায় বর্ণিত অনুশাসনের আদলে ভারতীয় নারীসমাজকে গড়ে তোলা। একদিকে তারা তিন তালাকের বিরোধিতা করছে, তারাই আবার অপরদিকে খাপ পঞ্চায়েত' ব্যবস্থার মাধ্যমে মধ্যযুগীয় বর্বরতাকে প্রশ্রয় দিচ্ছে। তারা নারী সমাজের উপর পুত্রার্থে ক্রিয়তে ভার্যা’, এই বস্তাপচা ধারণাটি চাপিয়ে দিতে চান।

     

    নিপীড়নের বিরুদ্ধে মেয়েদের ঘুরে দাঁড়ানোর যে গান প্রতিবাদের স্বর হয়ে উঠেছে, সেই  Bella Ciao (বেলা চাও) বা হে সুন্দর বিদায় গানটির বঙ্গানুবাদ-

     

    (1)

    একদিন সকালে আমি জেগে উঠলাম

    হে সুন্দর বিদায়, বিদায়।

    একদিন সকালে আমি জেগে উঠলাম

    আর দেখলাম শত্রুকে।

     

    (2)

    ও পারটিজান আমাকে নিয়ে চলো

    ও পারটিজান বন্ধু আমাকে নিয়ে চলো

    বুঝতে পারছি আমার শেষ আসন্ন।

     

    (3)

    আর যদি আমার মৃত্যু হয়

    আর যদি আমার মৃত্যু হয়

    তবে তোমাকে অবশ্যই কবর দিতে হবে আমাকে।

     

    (4)

    তুমি আমাকে কবর দিও পাহাড়ের উপরে

    আর কবর দিও তুমি আমায় পাহাড়ের উপরে

    সেই সুন্দর ফুল গাছের ছায়ায়।

     

    (5)

    লোকজন যখন আমার কাছ দিয়ে যাবে

    আর লোকজন যখন আমার কাছ দিয়ে যাবে

    তারা বলাবলি করবে - কী সুন্দর এই ফুল।

     

    (6)

    এটাই হচ্ছে  পারটিজানের সেই ফুল

    হে সুন্দর বিদায়, বিদায়।

    এটাই হচ্ছে পারটিজানের সেই ফুল

    যে পারটিজানবন্ধু প্রাণ দিয়েছে - স্বাধীনতার জন্য।

     

    ভাষান্তর লেখক


    পারমিতা সেনগুপ্ত - এর অন্যান্য লেখা


    অতিথি আপ্যায়ন মানেই খাওয়া দাওয়া আর রান্না। বাঙালি রান্নায় প্রভূত পরিমাণে আছে পোর্তুগিজ প্রভাব।

    ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইতালিয়ান পারটিজানদের যুদ্ধ করার বল জুগিয়েছিল এই গান।

    ফ্যাসিবাদের প্রতিবাদী সঙ্গীত "হে সুন্দর বিদায়' বা Bella Ciao -4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested