×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা
  • Photo-4thPillarWeThePeople

    1995 সালে দাম্পত্য জীবন শুরু করেন সহকর্মী, লেখক সুতপা সিকদারের সঙ্গে। তাঁদের দুই ছেলে- বাবিল, আয়ান।

    এক সংবাদমাধ্যমকে তাঁর স্ত্রী, সুতপা জানিয়েছিলেন ইরফান সবসময় 'ফোকাসড্' থাকতেন। এমনকি লম্বা শুটিং-শেষে বাড়ি ফিরেই মেঝেতে বই নিয়ে বসে যেতেন।

    1967, 7 জানুয়ারি জয়পুরের এক সম্ভ্রান্ত পাঠান পরিবারে তাঁর জন্ম। খাতায় কলমে নাম- সাহাবজাদে ইরফান আলি খান।

    2012 সালে ইংরেজি নামের বানানে একটা অতিরিক্ত r জুড়েছিলেন। কারণ হিসেবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর ওভাবেই উচ্চারণ করতে ভাল লাগে। 2016-তে নাম থেকে তাঁর পদবিও সরিয়ে নেন। কারণ হিসেবে বলেন, আমি চাই আমার কাজের সঙ্গে আমার নাম জুড়ে থাকুক, বংশ নয়।


      Subscribe to our notification

      Click to Send Notification button to get the latest news, updates (No email required).

      Not Interested