কাশ্মীরে সন্ত্রাসবাদের নয়া ধারা: বেছে বেছে ভিন্ন রাজ্য থেকে আসা অমুসলিম নিরস্ত্র সাধারণ মানুষদের হত্যা করা হচ্ছে। চার দশক আগে পাঞ্জাবে এভাবেই ধর্ম এবং জাতি পরিচয় দেখে বেছে বেছে সাধারণ মানুষকে হত্যা করত খলিস্তানি উগ্রপন্থীরা। এবারের কাশ্মীর সেই সময়কার পাঞ্জাবকে স্মরণ করাচ্ছে। মনে পড়ছে সেই সন্ত্রাসবাদ দমনের জন্য কী ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছিল ভারতীয় সমাজ ও রাষ্ট্রকে!
মুখ্যমন্ত্রীর আশ্বাস, দেউচা সিঙ্গুর হবে না। সত্যিই হবে না তো?
প্রায় দু'বছর ধরে শিক্ষা বঞ্চিত রয়ে যাচ্ছে শিশুরা। আগামী দিনে স্কুল খুললে কেমন হবে লেখাপড়া?
আগেকার অন্য পরীক্ষার নম্বর দিয়ে মূল্যায়নের ভিত্তিতে কীভাবে উচ্চতর শিক্ষায় ভর্তি হবে?
ভারতে সর্ববৃহৎ খোলামুখ কয়লাখনি দেউচা পাচামিকে কেন্দ্র করে বাংলা উন্নয়নের স্বপ্ন দেখছে।
প্রায় দেড় বছর পর খুলতে চলেছে স্কুল। হাতে আর মাত্র দু'টো সপ্তাহ। স্কুলগুলো কতটা তৈরি?
আজ বাংলাদেশে যা ভাবছে, কাল কি ভারত তা ভাববে?