×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • গণতন্ত্র ছেড়ে রাজতন্ত্রের দিকে যাচ্ছি আমরা?

    4thPillar WeThePeople | 17-09-2021

    গণতন্ত্র ছেড়ে রাজতন্ত্রের দিকে যাচ্ছি আমরা: সুদীপ্ত সেনগুপ্ত

    ভারতীয় গণতন্ত্র মোদী জমানায় ক্রমশ পিছাতে পিছাতে এখন ডাহা ফেল। প্রামাণ্য আন্তর্জাতিক সংস্থার মূল্যায়ন বদলানোর চেষ্টাতেও সরকার ফেল। তার‌ই আবহে সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের আহ্বান! রাজার কাপড় নেই - বলার মিডিয়াও নেই!

     


    4thPillar WeThePeople - এর অন্যান্য লেখা


    উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগেই বিজেপির বিরুদ্ধে কৃষক মহাসম্মেলনে এক হওয়ার ডাকে বিপাকে বিজেপি।

    দেড়শো বছরের প্রাচীন দমনমূলক সিডিশন আইন নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে আইনের প্রয়োগ বন্ধ রাখতে বলল।

    শিক্ষার অধিকার থেকে শিশুদের বঞ্চিত না করে স্কুলকে পঠনপাঠন চালুর বিষয়ে স্বাধীনতা দেওয়া হোক।

    উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ, দেশের বাইরেও ভারত নিয়ে আগ্রহী দেশ, সংস্থা, প্রতিষ্ঠান

    আপনাদের অনেক প্রশ্ন, সরাসরি উত্তর দিচ্ছেন 4thPillarWeThePeople-এর সম্পাদক সুদীপ্ত সেনগুপ্ত‌।

    প্রায় চার বছর পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা মুকুল রায়। এরপর কী?

    গণতন্ত্র ছেড়ে রাজতন্ত্রের দিকে যাচ্ছি আমরা?-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested