একের পর এক ভোট বিপর্যয়ের পরেও দেশে প্রধান বিরোধী দল কংগ্রেসের হুঁশ ফেরার লক্ষণ নেই। সেই গান্ধী পরিবারের সরে যাওয়ার হুমকি, আর দলের মধ্যে যাবতীয় সংস্কার ভাবনার সমাপ্তি। জো হুজুর মোসাহেবের দল অচলায়তনে ঝাঁকুনি দিতে দেবে না কিছুতেই। কংগ্রেসের দৈন্যদশা যত দীর্ঘ হবে, বিজেপির ততই সুখের সময়।
ইন্দিরা গান্ধীর আমলে 1975 সালের জরুরি অবস্থার সঙ্গে কতটা তুলনীয় এখনকার পরিস্থিতি?
মোদী-শাহ জমানার প্রবঞ্চনা মিথ্যাচার আজ দেশের মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট।
আপনাদের অনেক প্রশ্ন, সরাসরি উত্তর দিচ্ছেন সুদীপ্ত সেনগুপ্ত।
কেন্দ্রীয় শাসকের প্ররোচনায় সোশাল মিডিয়ায় দেশপ্রেম এখন শত্রুদেশের বিরুদ্ধে যুদ্ধের বীরগাথা।
খামখেয়াল হুড়ুমতাল! পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন গো অ্যাজ ইউ লাইক!
ট্রেন চলছে চলুক, আনুষ্ঠানিকভাবে দায় নেব না, এটাই কি রাজ্য সরকারের গা বাঁচানো অবস্থান?