কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ফতোয়া জারির ফলে সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল মালায়ালাম টিভি চ্যানেল মিডিয়া ওয়ান-এর। জাতীয় নিরাপত্তার নামে বন্ধ খামে জমা দেওয়া সরকারি নথি দেখে এবং চ্যানেল কর্তৃপক্ষকে তা না জানিয়েই ফতোয়ার পক্ষে রায় দিয়েছিল কেরালা হাই কোর্ট। সেই রায় স্থগিত করে সুপ্রিম কোর্ট বলল বন্ধ খামে গোপন তথ্যের ভিত্তিতে বিচারের পক্ষপাতী নয় তারা। ন্যায়বিচারের স্বাভাবিক নীতি মর্যাদা পেল সুপ্রিম কোর্টের নির্দেশে। সমস্ত নথি অভিযুক্ত চ্যানেলকে দেখানোর নির্দেশ।
নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে জনমত প্রভাবিত করে সুপ্রিম কোর্টের বিচারকেও: বিচারপতি অশোক গাঙ্গুলি
মা নিজেই নিয়েছে সন্তানের সব দায়িত্ব। তবুও তার পিতৃত্ব নিয়ে চর্চার শেষ নেই।
বাকি সব কিছু খুললে স্কুলের ক্ষেত্রে অসুবিধা কী? ছোটদের শিক্ষা কি আমাদের ভাবনায় কোথাও নেই?
কেন শুধু আমাদের দেশেই মানুষকে পয়সা খরচ করে কোভিডের টিকা নিতে হবে?
পকেটে থাকা ভোটার না হলে কি নাগরিকের কথা কোনও সরকার ভাববে না?
অন্যান্য কোর্টে বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কেন্দ্রে কেন নিম্ন আদালতের এই অতি উৎসাহ