বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় সরকারি এজেন্সির ব্যবহারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা। অ-বিজেপি রাজ্যগুলির সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান স্বাগত। কিন্তু দুর্নীতিমুক্ত আদর্শবাদী রাজনীতি করি বলে বুক ঠুকে বলার দম কতজন বিরোধী নেতার আছে? কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়া হচ্ছে না তো?
স্কুল খুলে উঁচু ক্লাসের ক্লাস শুরু হতে চলছে পশ্চিমবঙ্গে। ছোটদের লেখাপড়ার কী হবে?
মাধ্যমিক এবং একাদশে মিনিমাম নম্বর পেয়ে পাশ করলে সংসদের ফর্মুলায় উচ্চ মাধ্যমিকে ফেল!
মা নিজেই নিয়েছে সন্তানের সব দায়িত্ব। তবুও তার পিতৃত্ব নিয়ে চর্চার শেষ নেই।
জাতীয় সম্পদ ব্যবহার করে অর্থ জোগাড়ের চেষ্টা করছে মোদী সরকার। কাদের হাতে যাবে বিপুল সম্পদ?
সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় রঞ্জন রায়, অনিকেত চট্টোপাধ্যায় ও শুভনীল চৌধুরী।
রাজ্যের নির্বাচন সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টের যে বিচারপতির এজলাসে তাঁর প্রতি অনাস্থা শাসকদলের।