এতদিন পশ্চিমবঙ্গের একটা সুনাম ছিল যে এখানে নাকি আইনশৃঙ্খলা সঠিক ভাবে বজায় রাখা হয়। কিন্তু আনিস খান থেকে তপন কান্দু, একের পর এক এই ধরনের ঘটনা তো সম্পূর্ন অন্য কথা বলছে। বিজেপি শাসিত উত্তর প্রদেশ, ত্রিপুরার থেকে বাংলা কোথায় আলাদা বর্তমানে? পুলিশের দিকে একের পর এক ঘটনার জন্য আঙুল উঠছে। এর ফলে মানুষ পুলিশ, প্রশাসনের উপর থেকে আস্থা হারাচ্ছে। এটা ফিরিয়ে আনার দায়ও কিন্তু পুলিশ এবং প্রশাসনের।
ভোট ব্যাপারটাকে কি এখন শাসকের সুবিধাজনক একটা বন্দোবস্ত হিসেবে দেখছে নির্বাচন কমিশন?
ইন্দিরা গান্ধীর আমলে 1975 সালের জরুরি অবস্থার সঙ্গে কতটা তুলনীয় এখনকার পরিস্থিতি?
দুর্নীতিমুক্ত আদর্শবাদী রাজনীতি করি বলে বুক ঠুকে বলার দম কতজন বিরোধী নেতার আছে?
আজ বাংলাদেশে যা ভাবছে, কাল কি ভারত তা ভাববে?
ব্রিটিশ আমলে মহাত্মা গান্ধীকে যে আইনে বন্দি করা হত, আজও কি তার প্রয়োজন আছে?
সন্দেহ হচ্ছে, পেগাসাস নিয়ে মোদী সরকারের অবস্থান হল, কিছুতেই সত্যি কথাটা বলা যাবে না!